ট্রান্সডিউসার - EDesk Job eTutorials ট্রান্সডিউসার - EDesk Job eTutorials

সর্বশেষ

2020-04-07

ট্রান্সডিউসার


ট্রান্সডিউসার কি?

ট্রান্সডিউসার এমন একটি ডিভাইস যা একপ্রকার এনার্জিকে অন্য প্রকার এনার্জিতে রুপান্তর করে।
যেমনঃ ইলেক্টিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে, মেকানিক্যাল এনার্জিকে ইলেক্টিক্যাল এনার্জিতে রুপান্তর করে।


Transducer

ট্রান্সডিউসার কত প্রকার ও কি কি?

ট্রান্সডিউসার ৪ (চার) প্রকারঃ


১. অ্যাক্টিভ ও প্যাসিভ ট্রান্সডিউসার (Active & Passive Transducer)
২. প্রাইমারী ও সেকেন্ডারী ট্রান্সডিউসার (Primary & Secondary Transducer)
৩. ট্রান্সডিউসার্স ও ইনর্ভাস ট্রান্সডিউসার (Transducers & Inverse Transducers)
  • Transducer or Electric Transducer
  • Inverse or Non-Electric Transducer
৪. অ্যানালগ ও ডিজিটাল ট্রান্সডিউসার (Analog & Digital Transducer)

C-Transducer


১. অ্যাক্টিভ ও প্যাসিভ ট্রান্সডিউসার

অ্যাক্টিভ ট্রান্সডিউসারঃ
এটি এমন একটি ডিভাইস যা কোন অক্সিলারী পাওয়ার সোর্স ব্যবহার না করেই এক প্রকার এনার্জিকে অন্য প্রকার এনার্জিতে কনর্ভাট করে।
যেমনঃ ফটোভলটেক সেল, সোলার সেল।

প্যাসিভ ট্রান্সডিউসারঃ
এটি এমন একটি ডিভাইস যা অক্সিলারী পাওয়ার সোর্স ব্যবহার করে এক প্রকার এনার্জিকে অন্য প্রকার এনার্জিতে কনর্ভাট করে।
যেমনঃ পটেনশিওমিটার।


২. প্রাইমারী ও সেকেন্ডারী ট্রান্সডিউসার

প্রাইমারী ট্রান্সডিউসারঃ
প্রাইমারী ট্রান্সডিউসার এনার্জি কনভার্সনে প্রথম ব্যবহার করা হয়।
যেমনঃ বার্ডেন টিউব।

সেকেন্ডারী ট্রান্সডিউসারঃ
প্রাইমারী ট্রান্সডিউসারের আউটপুটে সেকেন্ডারী ট্রান্সডিউসার সংযুক্ত করা হয়।
যেমনঃ LVDT

৩. ট্রান্সডিউসার্স ও ইনর্ভাস ট্রান্সডিউসার

ট্রান্সডিউসার্স ও ইনর্ভাস ট্রান্সডিউসারের অপর নাম-
  • ট্রান্সডিউসার বা ইলেকট্রিক ট্রান্সডিউসার
  • ইনর্ভাস বা নন-ইলেকট্রিক ট্রান্সডিউসার                 
ট্রান্সডিউসার বা ইলেকট্রিক ট্রান্সডিউসারঃ
এটি এমন একটি ডিভাইস যা একপ্রকার এনার্জিকে পরির্বতন করে ইলেকট্রিক্যাল এনার্জিতে রুপান্তর করে।
যেমনঃ মাইক্রোফোন

ইনর্ভাস বা নন-ইলেকট্রিক ট্রান্সডিউসারঃ
ইনর্ভাস বা নন-ইলেকট্রিক ট্রান্সডিউসার ইলেকট্রিক্যাল এনার্জিকে কনর্ভাট করে অন্য এনার্জিতে রুপান্তর করে।
যেমনঃ স্পিকার

৪. অ্যানালগ ও ডিজিটাল ট্রান্সডিউসার

অ্যানালগ ট্রান্সডিউসারঃ
অ্যানালগ ট্রান্সডিউসার ফিজিক্যাল কোয়ান্টিটিকে এনালগ সিগন্যালে কনর্ভাট করে।
যেমনঃ স্ট্রেইন গেজ

ডিজিটাল ট্রান্সডিউসারঃ
ডিজিটাল ট্রান্সডিউসার এমন একটি ডিভাইস যা পাল্‌স এর ফর্মে আউটপুট দেয়।
যেমনঃ হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ সেন্টারটেপ রেক্টিফায়ার।
...

3 comments:

  1. ট্রান্সডিউসার ভিডিও লিঙ্কঃ https://youtu.be/DgCD3Efv40w

    ReplyDelete
  2. Thank you so much as you have been willing to share information with us. We will forever admire all you have done here because you have made my work as easy as ABC. emergency dental katy

    ReplyDelete