বাস বার - EDesk Job eTutorials বাস বার - EDesk Job eTutorials

সর্বশেষ

2020-03-28

বাস বার

বাস বার (Bus Bar) কি ?

Bus Bar
বাস বার
ইঞ্জিনিয়ারিং পরিভাষায় বাস মানে “এক-হতে-অধিক”। ল্যাটিন শব্দ “Omni Bus” থেকে এর উৎপত্তি, যার অর্থ “One-to-many”।
লেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাস বলতে বোঝায় যেখান থেকে বিভিন্ন সার্কিটে প্রয়োজনমত কানেকশান দিয়ে সাপ্লাই নেয়া হয়। চিত্র দেখলে বিষয়টা পরিষ্কার হবে। সাধারণতঃ বাসা বাড়ীর মেইন পাওয়ার ডিস্ট্রিবিউশান প্যানেল কিংবা ইন্ডাস্ট্রিতে স্থানে স্থানে বাস থাকে, যা থেকে প্রয়োজনীয় রুম বা স্থানে কানেকেশান নেয়া হয়। একে বাস বার (Bus bar) ও বলা হয়। বাস বার সাধারণত এলুমিনিয়াম বা তামার পাত দিয়ে তৈরী হয় এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নির্ভর করে।

No comments:

Post a Comment