কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ পরীক্ষা - EDesk Job eTutorials কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ পরীক্ষা - EDesk Job eTutorials

সর্বশেষ

2020-01-17

কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ পরীক্ষা



কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ পরীক্ষার সম্ভাব্য নমুনা প্রশ্ন ১




১) নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়-ফেসবুক
২) জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি- জাপান
৩) কোন টিকা দেওয়ার ফলে শিশুদের নিউমোনিয়া কমেছে- পিভিসি
৪) কম্পিউটার ভাইরাস হলো এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রামার
৫) কোনটি পারসোনাল কম্পিউটার নয়- সুপার কম্পিউটার
৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম- অসমাপ্ত আত্মজীবনী
৭) মানুষের শরীরে সর্বমোট অস্থির সংখ্যা- ২০৬
৮) কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়- ৭ এপ্রিল
৯) রাখইন প্রদেশের পূর্ব নাম ছিল আরাকান
১০) নিচের কোনটি ই-মেইল সার্ভিস নয়- Drop box
১১) গ্রীনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য- ৬ ঘন্টা
১২) কোন রোগটি বাংলাদেশ হতে সম্পুর্ণভাবে নির্মুল হয়েছে-পোলিও
১৩) বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ?- ৫৭
১৪) বাংলা টাইপিং সফটওয়্যার নয় কোনটি- গুগল কি বোর্ড

                                              


এমএইচভি বাছাই পরীক্ষার নম্বর বন্টনঃ-


আইটি সম্পর্কিত ব্যবহারিক পরীক্ষাঃ

বিষয়
বিষয়ের অন্তর্গত মডিউল
নম্বর বন্টন
টাইপিং
ইংরেজি ও বাংলা 
(ইউনিকোড টাইপিং দক্ষতা)
১০
ই-মেইল
ই-মেইল খুলতে জানা
ই-মেইল অ্যাটাচমেন্ট পাঠানো
ডাটাএন্ট্রি
ডামি এ্যাপ্সএ ডাটা এন্ট্রি দক্ষতা পরীক্ষা


২০


মৌখিক পরীক্ষাঃ-





বিষয়
বিষয়ের অন্তর্গত মডিউল
নম্বর বন্টন
সাধারণ বুদ্ধিমত্তা যাচাই
বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী
১০
রোগ সম্পর্কিত জ্ঞান
* মশা কামড়ালে কী রোগ হয়
* মাছিবাহিত রোগ কীকী?
* হাই প্রেশারের রোগী প্রেসার নিয়ন্ত্রন না করলে কী বিপদ হতে পারে?
* শিশুদের বেশি হয় এমন পাচঁটি রোগের নাম।
* বোর্ডে সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী।
১০
গর্ভকালীন সেবা সম্পর্কিত জ্ঞান
* গর্ভাবস্থায় মায়েদের কয়টি চেক-আপ  করার নিয়ম?
* মায়েদের টিটেনাস প্রতিরোধে কী টিকা  দেওয়া হয়, কয়টি দেওয়া হয়?
* গর্ভাবস্থায় বিপদ চিহ্নমূহ কী?
* বোর্ডে সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী।
১০


২০

No comments:

Post a Comment