ক্রিয়ার কাল অনুযায়ী বাক্যের গঠন বিষয়ে টিপস - EDesk Job eTutorials ক্রিয়ার কাল অনুযায়ী বাক্যের গঠন বিষয়ে টিপস - EDesk Job eTutorials

সর্বশেষ

2019-09-18

ক্রিয়ার কাল অনুযায়ী বাক্যের গঠন বিষয়ে টিপস


Tips-1

যখন কোন বাক্য বর্তমান কালের সাধারণ ঘটনা বা বিবৃতিমূলক হয় তখন তা Present Indefinite Tense এর গঠন অনুযায়ী করতে হবে।

যদি বাক্যটি হ্যাঁ বোধক বা Affirmative Sentence হয় তাহলে তার গঠণ প্রণালী হবে-
Subject + Verb + Object + Remaining
যেমন-
আমি ঢাকায় থাকি- I + Live + in + Dhaka
সূর্য পূর্ব দিকে ওঠে- The + Sun + rises + in the East.
শুধু মাত্র 3rd Person Singular হলে Verb এর শেষে e বা es যোগ হবে।
যেমন-
সে স্কুলে যায়- He goes to school.
যদি বাক্যটি না বোধক বা Negative Sentence হয় তাহলে তার গঠন প্রণালী হবে-
Subject + do/ does + not + Verb + Object + Remaining
যেমন-
আমি সকালে ভাত খাই না।– I do not eat rice in the morning.
যদি 3rd Person singular  হয় তাহলে Do এর সাথে es যোগ করতে হবে এবং মূল Verb টির কোন পরিবর্তন হবে না। যেমন-
আবীর প্রতিদিন বাজারে যায় না- Abir + does not + go + to Market daily

যদি বাক্যটি প্রশ্নবোধক বা Interrogative sentence হয়
Wh. Word+do/does+Subject+Verb+Object+Remaining
যেমন-
তুমি কি খাও- What do you eat?
3rd Person Singular হলে do এর সাথে es যোগ হবে এবং মূল verb টির কোন পরিবর্তন হবে না।
যেমন-
সে প্রতিদিন কোথায় যায়?-Where + does + he + go Daily?

Note: Wh- word বলতে = who (কে),what (কি),Why (কেন),when (কখন),which (কোনটি),where (কোথায়),whom (কাকে) জাতীয় word কে বুঝায়।

Tips-2


যখন কোন বাক্যের ক্রিয়ার সাথে ছি,ছে ছো যুক্ত থাকে তখন তা Present Continuous Tense এর গঠন অনুযায়ী হয়।

এক্ষেত্রে বাক্যটি যদি হ্যাঁ বোধক বা Affirmative Sentence হয় তখন তার গঠন হবে-
Subject + Am/is/are + Verb + ing + Object + Remaining
যেমন-
আমি এখন স্কুলে যাচিছ- I + am + going + to school now.
যদি বাক্যটি না বোধক বা Negative Sentence হয় তাহলে তার গঠন প্রণালী হবে-
Subject + Am/is/are + not + Verb + ing + Object + Remaining
যেমন-
সে এখন খেলছে না- He + is + not + playing + now.
যদি বাক্যটি প্রশ্নবোধক বা Interrogative Sentence হয় তাহলে তার গঠন প্রণালী হবে-
Subject + Am/is/are + not + Verb + ing + Object + Remaining
যেমন-
সে এখন কোথায় যাচ্ছে? – Where + is + he + going now?




Tips-3


যখন কোন বাক্যের ক্রিয়ার শেষে ছি,ছে ছো থাকলে তখন তা Present Perfect Tense হয়।

যদি বাক্যটি হ্যাঁ বোধক বা Affirmative Sentence হয় তাহলে তার গঠন প্রনালী হবে-
Subject + have/has + Verb এর Past Participle + Object + Remaining
যেমন-
আমি তোমার চিঠি পেয়েছি- I + have + received + your letter

যদি বাক্যটি না বোধক বা Negative Sentence হয় তাহলে তার গঠন প্রনালী হবে-
Subject + have/has + not + Verb এর Past Participle + Object + Remaining
যেমন-
আজ আমি স্কুলে যাইনি- I + have not + gone + to school today.

যদি বাক্যটি প্রশ্নবোধক বা Interrogative Sentence হয় তাহলে তার গঠন প্রনালী হবে-
Wh. Word + have/has + Subject + Verb এর Past Participle + Object + Remaining

যেমন-
সে কোথায় চলে গিয়েছে?- Where + has + he + gone?
তুমি কোথায় চাবিটা হারিয়েছো?- Where + have + you + lost + the key?


Tips-4


কোন বাক্য-এ যদি অনেক সময় ধরে কোন কাজ চলছে অর্থাৎ ক্রিয়ার শেষে ছি,ছে, ছো থাকে তাহলে তা হয় এবং এর গঠন হয়  নিম্নরূপঃ

হ্যাঁ বোধক বা Affirmative Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-

Subject + have/has + been + Verb + ing + Object + Remaining
যেমন-
আমি গত সোমবার থেকে জ্বরে ভুগছি-
I + have been + suffering a fever + since Monday.

না বোধক বা Nagative Sentence ক্ষেত্রে গঠন প্রণালী হবে-
Subject + have/has + not been + Verb + ing + Object + Remaining
যেমন-
গত মাস থেকে আমি পড়ছি না
I + have + not been + reading from last month

প্রশ্নবোধক বা Interrogation Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-

Wh. Word + have/has + not been + Subject + been + Verb + ing + object + Remaining
যেমন-
সে কেন আজ সকাল থেকে পড়ছে না?
Why + has + he + not been + Studying from this morning?

Tips-5


যদি কোন বাক্যতে ক্রিয়ার সাথে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি থাকে তাহলে তখন তা হবে Past Indefinite Tense.

হ্যাঁ বোধক বা Affirmative Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-

Subject + Verb এর Past form + Object + Remaining
যেমন-
আমি বাজারে গিয়েছিলাম- I + went + to market.

না বোধক বা Nagative Sentence ক্ষেত্রে গঠন প্রণালী হবে-

Subject + did not + Verb + Object + Remaining
যেমন-
সে গতকাল স্কুলে যায়নি।
He + did not + go + to school yesterday.

প্রশ্নবোধক বা Interrogation Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-
যেমন-
Wh. Word + did + Subject + verb + object + Remaining
যেমন-
সে গতকাল কোথায় গিয়েছিল?
Where + did + he + go + yesterday?

Tips-6


যখন কোন বাক্যের ক্রিয়ার সাথে তে ছিলাম, তে ছিলে, তে ছিলো ইত্যাদি থাকে তখন তা Past Continuous Tense হয়।


হ্যাঁ বোধক বা Affirmative Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-
Subject + was/ware + verb + ing + object + remaining
যেমন-
তারা স্কুলে যাচ্ছিল- They + were + going + to school.

Tips-7


যখন অতীতে দুইটি কাজ হয় তার মধ্যে যে কাজটি আগে হয় সেটি হল Past Perfect Tense. এই Tense ক্রিয়ার সাথে ছিলাম, ছিল, ছিলে ইত্যাদি থাকে।
[অতীতে দুটি কাজের মধ্যে আগে হওয়া কাজটি Past Perfect Tense হয়, পরের কাজটি Past Indefinite হয়]

আগে হওয়া কাজটির গঠন প্রণালী হলো-
Subject + had + Verb এর Past Participle + before + এবং পরে হওয়া কাজটির গঠন প্রণালী- (Subject + Verb এর Past form)
পরে- ( Subject + Verb এর Past form + Object) + after + Subject + had + verb এর Past Participle + Remaining)

যেমন-
ডাক্তার আসার আগে রোগিটি মারা গেল-
(The patient + had + died) + before + (The doctor came)
আবার ডাক্তার আসার আগে রোগিটি মারা গেল-
(The doctor had come) + after + (The patient died)

Tips-8


কোন বাক্যে যদি অতীতে অনেক সময় ধরে চলছিল বোঝায় অর্থাৎ Verb এর সাথে ছিলাম, ছিল জাতীয় শব্দ থাকে তা Past Perfect Continuous Tense হবে। 

এর গঠন হবে নিম্নরূপ-
Subject + had been + Verb + ing + Object + Remaining
যেমন-
সে এক সপ্তাহ ধরে সতর্ক করছিল-
He + had been + warning + for a week.

Tips-9


যদি কোন বাক্যে ক্রিয়ার সাথে বে, বো জাতীয় শব্দ থাকে তাহলে তা Future Indefinite Tense হয়।হ্যাঁ বোধক বা Affirmative Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-

Subject + shall/will + not + verb + object + Remaining
যেমন-
আমি আগামীকাল কুমিল্লা জাব না
I + will not + go + to comilla tomorrow.

প্রশ্নবোধক বা Interrogation Sentence এর ক্ষেত্রে গঠন প্রণালী হবে-
Wh. Word + shall/will + subject + verb + object + remaining
যেমন-
সে বাড়ি যাবে কেন?

Why + will + he + go + to home?


Tips-10

কোন বাক্যে যদি ক্রিয়ার সাথে তে থাকিবে, তো থাকবো জাতীয় শব্দ থাকে তাহলে তা Future Continuous Tense হয়।

হ্যাঁ বোধক বা Affirmative Sentence এর ক্ষেত্রে তার গঠন প্রণালী হবে-
Subject + shall be/ will be + verb + ing + object + remaining
যেমন-
আমরা চলতে থাকব – We + will be + moving on.
না বোধক বা Negative Sentence এর ক্ষেত্রে তার গঠন প্রণালী হবে-
Subject + shall/will + not be + verb + object + remaining
যেমন-
তুমি রাত ১১টার পর পড়তে থাকবে না
You + will not be + Studyng + after 11 p.m
প্রশ্নবোধক বা Interrogative Sentence এর ক্ষেত্রে তার গঠন প্রণালী হবে-
Wh. Word + shall/will + Subject + be + verb + ing + object + remaining
যেমন-
কেন তারা আড্ডা মারতে থাকবে?
Why + will + they + be + gossiping?

Tips-11


Future Perfect Tenseভবিষ্যতে দুইটি ঘটনা ঘটবে এমন বোঝালে তা Future Perfect Tense হয়।

 Subject + will + have + verb এর Past Participle + object + remaining
(ভবিষ্যতে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে তার জন্য Future Perfect Tense পরেরটি Simple Future Tense হবে)।

যেমন-
তোমার খেলার আগে আমি খেলবো-
I + will have + played before you will play.

Tips-12


যদি কোন বাক্যে দিয়ে কোন কাজ ভবিষ্যতে অনেক সময় ধরে চলতে থাকবে বোঝায় তাহলে তা Future Perfect Continuous Tense হয়।

হ্যাঁ বোধক বা Affirmative Sentence এর ক্ষেত্রে তার গঠন প্রণালী হবে-
Subject + will have been + verb + ing + object + remaing
যেমন-
দশ বছর ধরে আমরা এখানে বাস করে যাবো-
He + will have been + living here for ten years.

বাক্যে PASSIVE VOICE- এর ব্যবহার

Tips – 13

Present Indefinite Passive Voice – হয় জাতীয় শব্দ থাকলে তখন বাক্যটির গঠন হবে-

Subject + am/is/are + verb এর Past Participle + Object + remaining
যেমন-
এক গ্লাস পানি নেওয়া হলো- A glass of water + is + taken

Tips-14

Present Continuous Passive Voice হচ্ছে জাতীয় শব্দ থাকলে তখন বাক্যটির গঠন হবে-

Subject + am/is/are + being + Verb এর Past Participle + object + remaining
যেমন-
তোমাকে জানানো হচ্ছে- You + are being + informed.

Tips-15

Present Continuous Passive Voice হচ্ছে জাতীয় শব্দ থাকলে তখন বাক্যটির গঠন হবে-

Subject + has been + verb এর Past participle + object + remaining
যেমন-
একটি ফুটবল শ্যাচের অয়োজন করা হয়েছে- A football match + has been + arranged.

Tips-16

Past Indefinite Passive Voice- হয়েছিল জাতীয় শব্দ থাকলে তখন বাক্যটির গঠন হবে-

Subject + was/were + verb এর Past Participle + object + remaining

যেমন-
তিনটি বাঘ মারা হয়েছিল- Three tigers + were + killed.

Tips-17


Past Continuous Passive Voice – হচ্ছিল জাতীয় শব্দ থাকলে – 

Subject + was/were being + verb এর Past Prticiple + object + remaining.
যেমন-
চোরটিকে মারা হচ্ছিল- The thief + was being + beaten.

Tips-18


Future Indefinite Passibe Voice- হবে জাতীয় শব্দ থাকলে-গঠন-

Subject + will be + verb এর Past Participle + object + remaining
যেমন-
আগামীকাল আমাদের স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে- Our school magazine + will be published tomorrow.


INFINITIVE – এর ক্ষেত্রে


Tips- 19

বাক্যে যখন তে হয় জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + am/is/are + to + verb + object + remaining
যেমন-
ছাত্রদের রোজ স্কুলে যেতে হয়
Students + are to + go + to school daily.

Tips-20


বাক্যে যখন তে হবে জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + have / has to + verb + object + remaining.
যেমন-
আমাকে বাড়ি যেতে হবে- I + have + to + go home.

Tips- 21


বাক্যে যখন তে হবে না জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + do/ does + not + have to + verb + object + remaining
যেমন-
শরিফকে বাজারে যেতে হবে না-
Sharif + does not have + to + go + to market.

Tips-22

বাক্যে যখন তে হয়েছিল জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + had to + verb + object + remaining.
যেমন-
আমাকে স্কুলে যেতে হয়েছিল – I = had + to + go + to + school.

Tips- 23

বাক্যে যখন তে হয়নি জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + did not have + to + read + yesterday.
তোমাকে গতকাল পড়তে হয়নি-
You + did not have + to + read + yesterday.

Tips-24

বাক্যে যখন তে পারে জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + can + verb + object + remaining
Or, Subject + am/is/are + able to + verb + object + remaining
যেমন-
রহিমা বেহালা বাজাতে পারে- Rahima + can play + to violin.
Or, Rahima is able to play to violin.

Tips-25


বাক্যে যখন তে পারছি, পারছে জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + am/is/are being able to + verb + object + remaining.
যেমন-
তুমি দেখতে পারছো- You + are + being + able to + see.

Tips-26

বাক্যে যখন তে পেরেছি, পেরেছো জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + have been + able to + find the wrong.
যেমন-
আমি ভুলটা ধরতে পেরেছি- I + have been + able to + find the wrong.

Tips-27

কোন বাক্যে যখন তে পেরেছিল, পেরেছিলাম জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + was / were + able to + verb + object + remaining.
যেমন-
তুমি ভুলে যেতে পেরেছিলে-
You + were + able to + forget.

Tips- 28

কোন বাক্যে যখন তে পারবে, পারবো জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + shall be/ will be + able to + verb + object + remaining.
যেমন-
সে  ইরোজতে কথা বলতে পারবে
He + will be + able to + speak in English.

Tips-29


কোন বাক্যে যখন পারতাম, পারতে, পারতো জাতীয় শব্দ থাকে-

গঠন-
Subject + could have + verb এর past participle + object + remaining
Or, Subject + could + verb + object + remining
যেমন-
আমি ধরতে পারতাম- I + could catch.

Tips- 30


(i) তে, তো, তাম থাকলে

গঠন-
Short Period = Subject + would + verb + object + remaining.
যেমন-
সে যদি দেখতো- If he + would + see

(ii) তে, তো, তাম (অভ্যাস বোঝালে)

গঠন-
Subject + used to + verb + object + remaining.
যেমন-
আমরা শৈশবে এই গাছ তলায় বসতাম
We + used to + sit + under + the tree in our childhood.

Tips- 31

যখন কোন বাক্যে হতো জাতীয় শব্দ থাকে

গঠন
Subject + would have been + better + in my opinion.
যেমন-
আমার মতে, এটা ভালো হতো
If + would have been + better in my opinion.

Tips- 32


যখন কোন বাক্যে পারেনি জাতীয় শব্দ থাকে

গঠন-
Subject + could not + verb + object + remaining
যেমন-
তুমি ভালো বলতে পারোনি
You + could not + speak + well.

Tips- 33

যখন বাক্যে উচিত শব্দ থাকে

গঠন
Subject + should + verb + object + remaining
যেমন
তোমরা এখন খাওয়া উচিত
You + should + eat + now

Tips- 34

যখন বাক্য থাকা উচিত শব্দ থাকে

গঠন
Subject + should be + verb + ing + object + remaining
যেমন
আমার এখানে বসে থাকা উচিত
I + should be + siting here.

Tips- 35

(i)  উচিত ছিল

গঠন
Subject + should have + verb এর Past Participle + object + remaining
যেমন
বইটি পড়া তোমার উচিত ছিল
You + should have + read + the book

(ii) উচিত হয়নি

   গঠন
Subject + should not have + verb এর Past participle + object + remainig
যেমন
আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি
I + should not have + left

Tips- 36

(i) করা দরকার

গঠন
Subject + need to + Verb + object + remaining
যেমন
আমাদের বইটি পড়া দরকার
We + need to + read + the book

(ii)দরকার ছিল

গঠন
Subject + need have + Verb এর Past Participle + object + Remaining
যেমন
তোমার ওখানে যাওয়া উচিত ছিল
You + need have + gone + there.

Tips- 37


যখন বাক্যে কথা ছিল জাতীয় শব্দ থাকে

গঠন
Subject + was/ were + to + have + verb এর Past Participle + object + remaining
যেমন
তোমার জন্মদিনে আমার একটা কলম দেবার কথা ছিল
I + was to have + promised + a pen to your birthday

Tips- 38

(i)  অবশ্যই (বে,বা)

গঠন
Subject + must + verb + object + remaining
যেমন
তুমি অবশ্যই ভালবাসবে
You + must + love

(ii) অবশ্যই (ছি, ছে, ছো)

গঠন
Subject + must be + verb-ing + Remaining
যেমন
আমি অবশ্যই তোমার বাড়ি যাচ্ছি
I must be + going + to your home.

  (iii) অবশ্যই (ছি, ছে, ছো)

Subject + must have + verb এর Past Participle + object + remaining
তুমি নিশ্চই ভুলে গেছো
You + must have + forgotten

Tips- 39


যখন বাক্য কিছুতেই না জাতীয় শব্দ থাকে

গঠন
Subject + Could not be + verb-ing + Object + Remaining
যেমন
আমি কিছুতেই তোমার কথা শুনবো না
I + could not be + listening to you


AUXILIARY VERB এর বিশেষ ব্যবহার


Tips- 40

প্রায়

গঠন-
Subject + am/is/are/was/ were + about to + verb + object + Reamining
যেমন
সে প্রায় মারা যেতে চলেছে
He + is about to + die.

Tips- 41

বরং

গঠন
Subject + had beteer + verb + Object + Remaining
যেমন-
তুমি বরং অফিসে থাকো
You + have + the sum + solved + by the teacher.

Tips- 42


করিয়ে নাও

গঠন-

Subject + have / has + Object + Verb এর Past Participle + Remaining
যেমন-
তুমি অংকটি স্যারকে দিয়ে করিয়ে নাও
You + have + the sum + solved + by the teacher.

Tips – 43

করিয়ে নিল, নিলে

গঠন-
Subject + had + Verb এর Past Participle + Object + Remaining
যেমন-
সে  তার গাড়িটি সারিয়ে নিল
He + had + repaird + his car

Tips- 44

করিয়ে নিবে

গঠন
Subject + will have + Verb এর Past Participle + Object + Remaining
যেমন-
তুমি রহিমের দ্বারা কাজটি করিয়ে নিবে
You + will have + solved the work by Rohim

THERE এর ব্যবহার (অস্তিত্ব বোঝাবে)

Tips- 45

আছে (অব্যক্তিগত)

গঠন-
There + is/are + Object + Remaining
যেমন
আমাদের গ্রামে একটি স্কুল আছে
There + is + a school + in our village.

Tips- 46


ছিল (অব্যক্তিগত)

গঠন-
There + were + many ponds in our village.

Tips- 47

(i)   থাকতে পারে

   গঠন-
There may be + Object + Remaining
যেমন-
পানিতে জীবাণু থাকতে পারে
There may be + germs + in the water

(ii)   থাকতে পারতো

গঠন
There + could be + poison in the food.

Tips- 48


থাকতে পারে

গঠন
There may be + mistake + in the project.

Tips – 49


থাকা উচিত

গঠন
There should be + a library + in our village

Tips- 50


থাকা উচিত ছিল

গঠন
There + should + have been + Object + Remaining
যেমন
এই এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রে থাকা উচিত ছিল

There + should + have been + a helth centre + in this area.







(চলবে........)

No comments:

Post a Comment