রেলওয়ের পয়েন্টসম্যান | Pointsman - EDesk Job eTutorials রেলওয়ের পয়েন্টসম্যান | Pointsman - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-12-01

রেলওয়ের পয়েন্টসম্যান | Pointsman

রেলওয়ের পয়েন্টসম্যান কাকে বলে?

পয়েন্টসম্যান হচ্ছে রেলওয়ের চতুর্থ শ্রেণীর একটি পদ। এই পদে যাকে নিয়োগ দেয়া হয় তাকে পয়েন্টসম্যান বা পিমেন বলা হয়। তিনি স্টেশন মাস্টারের নির্দেশ মোতাবেক বিভিন্ন জরুরী কাজ করে থাকেন।যেমনঃ

·         পয়েন্টসম্যান ট্রেনচালকের কাছে স্টেশন মাস্টারের বিভিন্ন বার্তা পৌঁছে দেন।

rail track point
রেললাইনের পয়েন্ট
·         রেল ট্রেক পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ কাজটি পয়েন্টসম্যান করেন।

·         তাছাড়াও ইঞ্জিন থেকে কোচ আলাদা করা ও কোচ সংখ্যা বাড়ানো বা কমানোর কাজটিও করেন পয়েন্টসম্যান।

·         কোন কারণে সিগ্যাল দেখতে সমস্যা হলে তখন ট্রেনকে নিরাপধে স্টেশনে নেয়ার কাজটি সহ পয়েন্টসম্যানকে আরো অনেক কাজ করতে হয়।



রেললাইনের পয়েন্ট(Railway Points) কি?

যে স্থানে রেল ট্রেক পরিবর্তন করা হয় সে স্থানটিকে রেললাইনের পয়েন্ট(Railway Points) বলে।  রেল ট্রেক পরিবর্তন করার জন্য রেললাইনের পয়েন্টে ট্রিগার বা সুইচ থাকে।প্রতিটি রেল স্টেশনের কাছাকাছি এই পয়েন্ট গুলো থাকে। লুপ লাইনে কয়টি পয়েন্ট থাকবে তা ঐ রেল স্টেশনের ট্রাফিকের উপর নির্ভর করে নির্ধারিত হয়।    

3 comments: