পুরাতন প্রিপেইড কার্ড হতে নতুন প্রিপেইড কার্ডে
টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন।
বর্তমানে
ব্যাংকের কার্ড একটি গুরত্বপূর্ণ বিষয়। কার্ড নিয়ে অনেকেই বিড়ম্বনার স্বীকার হয়ে
থাকেন। তাই নিন্মোক্ত নমুনায় আবেদন করতে পারেন।
বরাবর
ব্যবস্থাপক
----
ব্যাংক লিমিটেড
গুলশান
শাখা
ঢাকা।
বিষয়ঃ পুরাতন প্রিপেইড কার্ড হতে নতুন
প্রিপেইড কার্ডে
টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নরেন্দ্র মোদী, পিতা- দামোদারস
মূলচাদঁ মোদী, এনআইডি নং-------------------। আমি আপনার ব্যাংকের একজন প্রিপেইড
কার্ডধারী। আমি ১৩ জানুয়ারী ২০১৭ইং তারিখে আপানার শাখায় ভুলবশত আমার বন্ধ হয়ে যাওয়া
প্রিপেইড কার্ডে (পুরাতন কার্ড নম্বর ------------) কিছু টাকা/ডলার জমা দিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আমার আবেদন উক্ত কার্ডের টাকা/ ডলার আমার
নতুন প্রিপেইড কার্ডে(নতুন প্রিপেইড কার্ড নম্বর------------)ট্রানসফার সুসম্পন্ন
করতে আপনার একান্ত সাহায্য কামনা করছি।
নিবেদক
নামঃ নরেন্দ্র
মোদী
ঠিকানাঃ
প্রিপেইড
কার্ড নম্বরঃ
মোবাইল
নম্বরঃ
সংযুক্তিঃ
১. এনআইডি অনুলিপি ২. জমা স্লিপের অনুলিপি।
No comments:
Post a Comment