প্রিপেইড কার্ডে টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন। | Prepaid Card Money Transfer Application - EDesk Job eTutorials প্রিপেইড কার্ডে টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন। | Prepaid Card Money Transfer Application - EDesk Job eTutorials

সর্বশেষ

2022-04-05

প্রিপেইড কার্ডে টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন। | Prepaid Card Money Transfer Application

পুরাতন প্রিপেইড কার্ড হতে নতুন প্রিপেইড কার্ডে  
টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন।

বর্তমানে ব্যাংকের কার্ড একটি গুরত্বপূর্ণ বিষয়। কার্ড নিয়ে অনেকেই বিড়ম্বনার স্বীকার হয়ে থাকেন। তাই নিন্মোক্ত নমুনায় আবেদন করতে পারেন।

prepaid card money transfer application
তারিখঃ

বরাবর

ব্যবস্থাপক

---- ব্যাংক লিমিটেড

গুলশান শাখা

ঢাকা।

বিষয়ঃ পুরাতন প্রিপেইড কার্ড হতে নতুন প্রিপেইড কার্ডে  

      টাকা/ডলার ট্রান্সফার করার জন্য আবেদন।

 

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি নরেন্দ্র মোদী, পিতা- দামোদারস মূলচাদঁ মোদী, এনআইডি নং-------------------। আমি আপনার ব্যাংকের একজন প্রিপেইড কার্ডধারী। আমি ১৩ জানুয়ারী ২০১৭ইং তারিখে আপানার শাখায় ভুলবশত আমার বন্ধ হয়ে যাওয়া প্রিপেইড কার্ডে (পুরাতন কার্ড নম্বর ------------) কিছু টাকা/ডলার জমা দিয়েছি।

অতএব, মহোদয়ের নিকট আমার আবেদন উক্ত কার্ডের টাকা/ ডলার আমার নতুন প্রিপেইড কার্ডে(নতুন প্রিপেইড কার্ড নম্বর------------)ট্রানসফার সুসম্পন্ন করতে আপনার একান্ত সাহায্য কামনা করছি।

 

নিবেদক

 

নামঃ নরেন্দ্র মোদী

ঠিকানাঃ

প্রিপেইড কার্ড নম্বরঃ

মোবাইল নম্বরঃ

সংযুক্তিঃ ১. এনআইডি অনুলিপি ২. জমা স্লিপের অনুলিপি।



No comments:

Post a Comment