- EDesk Job eTutorials - EDesk Job eTutorials

সর্বশেষ

2019-04-14

মাত্র ১০ লাখ টাকা নিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচার 

স্যাটেলাইট টিভি চ্যানেল থেকে মাসে ৫০ লাখ থেকে কোটি টাকা আয় করা সম্ভব

শুরু করবেন কি ভাবে?

একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে করতে যে সমস্ত জিনিসপত্র দরকার হয়ঃ

প্রথমেই সরকার থেকে লাইসেন্স, স্যাটেলাইট থেকে ফিকোয়েন্সি বরাদ্দ ও অফিসের ব্যবস্থা করতে হবে।  
তারপর প্রোডাক্ট-শন হাউজ তৈরি করতে হবে।
প্রোডাক্ট-শন হাউজ তৈরি  যে সকল ইকুইপমেন্ট এবং জনবল দরকার হয়ঃ 
স্টুডিওঃ হল রুম এবং ষ্টেজ, ক্যামেরা, লাইট, ক্যারেন, ইত্যাদি ) কন্টোল রুমঃ ভিডিও মিক্সার সুইস, সাউন্ড মিক্সার, মনিটর সর্বনিম্নে টি, ভিডিও ইডিটিং এর মানের একটি কম্পিউটার, স্পিকার , ভিডিও রেকর্ডার এবং প্লেয়ার, টেলিফোন লাইন ইত্যাদি ) আপলিঙ্ক ষ্টেশনঃ আপলিঙ্ক ডিস এবং যন্ত্রপাতিপ্রোডাক্ট-শন হাউসের ছাদে অথবা স্থান পরিবর্তনের সুবিধার্থে গাড়িতেও আপলিঙ্ক ষ্টেশন স্থাপন করা যায় ) গ্রাফিক্স ডিজাইনের জন্য নিম্নে ২টি কম্পিউটার ) ভিডিও ইডিটিংয়ের জন্যে নিম্নে টি কম্পিউটার ) সকল স্তরে কর্ম সম্পাদনের জন্যে দক্ষ জনবল

স্যাটেলাইট কি রকম ভাড়া হয়

ডাউন লিঙ্ক 
আপ লিঙ্ক

ডাউন লিঙ্ক SD 1MB - প্রতি MB থেকে লাখ টাকা মাসিক ) আপ লিঙ্ক SD 1MB - প্রতি MB থেকে লাখ টাকা মাসিক আয় স্যাটেলাইট টিভি চ্যানেল থেকে মাসে ৫০ লাখ থেকে কোটি টাকা আয় করা সম্ভব শুরু করবেন কি ভাবে..? মাত্র ১০ লাখ টাকা নিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচার করা সম্ভব ডাউন লিঙ্ক কি ভাবে কাজ করে টিভি চ্যানেল অফিস থেকে ভিডিও পাঠাতে হয় স্যাটেলাইট অফিসে, স্যাটেলাইট অফিস থেকে ডাউন লোড করে সার্ভারে প্লে আউট করে থাকেন ডাউন লিঙ্ক এর জন্য ব্রডকাস্ট রুমে কোন সার্ভার থাকে না শুধু ব্রডব্যান্ড 20MBps হলেই চলেমাত্র ১০ লাখ টাকার ভিতরে সম্প্রচার শুরু করে যায়বাংলাদেশে ডাউন লিঙ্ক চ্যানেল মুভি বাংলা, চ্যানেল এস, সিএনএন বাংলা,তারা টিভি, জয়যাত্রা আপ লিঙ্ক কি ভাবে কাজ করে আপ লিঙ্ক এর সার্ভার ব্রডকাস্ট অফিসে থাকে যেমন News 24, DBC NEWS, NTV, ATN BANGLA এরা আপ লিঙ্কএই রকম চ্যানেল বানাতে কোটি কোটি টাকা খরচ হয়ে থাকে।

No comments:

Post a Comment