সার্কিট হাউজ | Circuit House - EDesk Job eTutorials সার্কিট হাউজ | Circuit House - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-11-20

সার্কিট হাউজ | Circuit House

ব্রিটিশ শাসনামলে জেলার যে ভবনে বিভাগীয় কমিশনার অস্থায়ী ভাবে অবস্থান করতেন সেই ভবনকে বলা হত সার্কিট হাউজ।

সরকারি প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মর্কতাগন ভাড়া পরিশোধ করে থাকতে পারতেন। ভরত ও পাকিস্তানে এই পদ্ধতি এখনো চলমান আছে।ব্রিটিশ শাসনামলে নির্বাহী প্রকৌশলী সার্কিট হাউজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

 

Circuit House

সার্কিট হাউজ


সার্কিট হাউজগুলো বর্তমানে রাষ্টীয় অতিথি ও পরিদর্শনে আগত সরকারি কর্মকর্তাদের অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। এখন জেলা প্রশাসক উনার কার্যালয়ের নেজারত শাখা কর্তৃক সার্কিট হাউজ পরিচালনা করেন। সার্কিট হাউজের সরাসরি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন প্রটোকল নাজির।

No comments:

Post a Comment