ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ - পরিচিতি - EDesk Job eTutorials ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ - পরিচিতি - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-01-22

ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ - পরিচিতি

ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ সম্পর্কে ধারণা ও উইন্ডাে পরিচিতি

ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ কি?

Electronic work bench তার দৃষ্টিনন্দন উপস্থাপনের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের পাশাপাশি সাধারণ মানুষদেরও মন কেড়ে নিয়েছে। এটির মাধ্যমে প্রায় সব রকমের ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন উপস্থাপন করা যায়।

 

ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ উইন্ডাে পরিচিতি

Electronic Workbench window
ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ উইন্ডাে


আমরা যে window টি দেখতে পাচ্ছি এটি Electronic Workbench Window । এটা একটি গ্রাফিক্যাল ইন্টারফেস যার মাধ্যমে ব্যবহারকারী তার ইচছামত ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করতে পারে। আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে থাকি তাই এটাকে Graphical Engineering User Interface (GEIU) বলতে পারি।
 

বিভিন্ন অংশের পরিচিতিঃ 

টাইটেল বার (Titlebar)

 Screen এর সবার উপরের বামদিকের বারটি হচেছ টাইটেল বার।

মেনু বার (Menu Bar)

মেনু বার টাইটেল বারের ঠিক নিচে থাকে। এটিতে ৬টি ড্রপ ডাউন মেনু যথাঃ File, Edit, Circuit, Analysis, Window, Help রয়েছে।

স্ট্যান্ডার্ড টুলবার (Standard Tool Bar)

মেনুবারের নিচে আমরা যে টুলবারটি দেখছি তার নাম স্ট্যান্ডার্ড টুলবার। এতে অনেক গুলো কমান্ড বাটন রয়েছে। 

টুল কিটস বার(Tool Kits Bar)

স্ট্যান্ডার্ড টুলবারের নিচের বারটির নাম হচেছ টুল কিটস বার। এ বারটিতে কতগুলো কম্পোনেন্ট বয়েছে যেমন- Diode, Resistor, Capacitor, Transistor, Inductor, Amplifier, Indicator(LAMP), Ameter, Voltmeter, DAC, ADC, IC, Logic gate, Comparatoe ইত্যাদি।

1 comment: