এলইডি সাইন - EDesk Job eTutorials এলইডি সাইন - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-01-26

এলইডি সাইন

এলইডি সাইন”- আধুনিকতার ছোঁয়া

LED Sign অনেক নামে পরিচিত। যেমন ডিজিটাল ডিসপ্লে, ইলেকট্রনিক সাইন, ইলেকট্রনিক মেসেজ বোর্ড, এলইডি সাইন বোর্ড ইত্যাদি। এলইডি সাইন অনেক ধরণের হয়। ডাবল সাইড, সিঙ্গেল ফেস, ওয়াল মাউন্ট আউটডোর ডিজিটাল সাইন ব্যবসা প্রতিষ্ঠানে বেশী ব্যবহৃত হয়।

এলইডি সাইন তৈরী করা হয় এলইডি সমন্বয় করে। এলইডি – লাইট ইমিটিং ডায়োড বাংলায় যাকে বলতে পারি আলোক নির্গমনশীল ডায়োড। লাইট ইমিটিং ডায়োড আলো বিকিরণ করে থাকে। এই আলো লাল, সবুজ, নীল সহ সাত রঙের হয়। এটি খুব কম ভোল্টে কাজ করে। এলইডি টিভি, এলইডি মনিটর, মোবাইল সহ প্রায় সব ইলেকট্রনিক্স যন্ত্রাংশে এলইডি ব্যবহার করা হয়।

LED Sign display

এলইডি ডিসপ্লে সাইন বোর্ড

এলইডি সাইন প্রায় একলক্ষ ঘন্টা চলে। অনেক গুলো এলইডি মডিউল একত্রে সংযুক্ত করে এলইডি সাইনের আকার বাড়াতে হয়। এলইডি সাইনে যে সকল মডিউল দিয়ে তৈরী করা যায় সে মডিউল গুলো হচ্ছে P1, P2, P3, P4, P5, P6, P7, P8, P9 ও P10 । P10 LED Module এ 32×16 = 512 টি LED থাকে।  

LED Sign তৈরী করতে কি কি লাগবে?

(১) LED Module

    যেমনঃ P10 LED Module, (৪৫০ থেকে ৫৫০ টাকায় পাওয়া যায়)

(২) Moving Display Driver Card

   যেমনঃ HD-U6A (৩৬০ থেকে ৪৫০ টাকায় পাওয়া যায়)

(৩) DC Power Supply

   যেমনঃ DC 5V 5A 25W Power Supply (৩০০ থেকে ৩৩৮ টাকায়  পাওয়া যায়)

(৪) Connecting Wire

(৫) Computer, Software, Moving Display Driver Card Password etc. 

1 comment: