সিনা - EDesk Job eTutorials সিনা - EDesk Job eTutorials

সর্বশেষ

2019-09-16

সিনা

হোমিওপ্যাথিক ঔষধ - সিনা


প্রুভারের নামঃ 

ডাঃ হ্যানিম্যান

সিনাঃ

সিনার অপর নাম ওয়ার্মসীড বা সোমরাজ বীজ। ওয়ার্মসীড হতে এই ঔষধ প্রস্তুত করা হয়।

অনুপূরক ঔষধঃ

নাক্স ভমিকা, পালসেটিলা, সাইলিসিয়া, রাসটক্স, চায়না।

সদৃশ ঔষধঃ 

এন্টিম ক্রুড, ইগ্নেসিয়া, সাইলিসিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, ক্যামোমিলা, ক্রিয়োজোট, এন্টিম টার্ট।

ক্রিয়ানাশকঃ 

ক্যামোমিলা, ক্যাপসিকাম, আর্ণিকা, ক্যাম্ফর, চায়না।

সিনার চরিত্রগত লক্ষণঃ

১) ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে, শিশু শুধু নাক খোঁটে ও চুলকায়।
২) চক্ষু কোণে নীল আভা অথবা কালিমা পড়ে।
৩) নিদ্রিতাবস্থায় রোগী চীৎকার করিয়া কাঁদিয়া উঠে এবং করুণ স্বরে কাঁদে।
৪) মিষ্টদ্রব্য এবং অন্যান্য বস্তু খাইতে বেশ ভালবাসে, কিন্তু স্তনের দুগ্ধ খায় না।
৫) প্রস্রাব প্রথমে ঘোলা, পরে চুনা বা খড়ি গোলার মত হয়ে যায়। অসাড়ে প্রস্রাব।
৬) রোগীর প্রবল ক্ষুধা।
৭) সর্বদা খাই খাই করি, অথবা কিছুই খাইতে চায় না। দিন দিন শীর্ণ হয়ে যায়।
৮) মুখ পাণ্ডুবর্ণ, চক্ষু কনীকা প্রসারিত।
৯) রোগী একাকী ও নির্জনে থাকতে ভালবাসে।
১০) খেলার সময় সহপার্টীকে কামড় দেয়।
১১) শিশু অতিশয় বদ মেজাজী, সামান্য কারণে রেগে যায়। 

* প্রয়োগের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

No comments:

Post a Comment