বোরাক্স - EDesk Job eTutorials বোরাক্স - EDesk Job eTutorials

সর্বশেষ

2019-09-11

বোরাক্স

হোমিওপ্যাথিক ঔষধ - বোরাক্স


প্রুভারের নাম  

ডাঃ হ্যানিম্যান

অনুপূরক ঔষধ 

আর্সেনিক, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, ফসফরাস, নাক্সভমিকা, সাইলিসিয়া।

ক্রিয়ানাশক

 কফিয়া, টকফল, মদ, ক্যামোমিলা,এসেটিক এসিড, ভিনিগার।

বোরাক্সের চরিত্রগত লক্ষণ

১) মাথার উপর, নাসারন্ধ্রে বা শরীরের যে কোন স্থানে চটাপড়া জাতীয় চর্মপীড়া উৎপন্ন হয়।
২) মাথার চুল জটা বাঁধে, নাকে পিঁচুটি, নাকের ডগা চকচকে ও লাল বর্ণ, জলের মত তরল সর্দি র্নিগমন সত্বেও মধ্যে মধ্যে নাক বন্ধ।
৩) প্রদাহিত যে স্থানে ক্ষতের সৃষ্টিহয় সেই স্থানে অত্যন্ত গরম ও প্রচুর স্রাব নিসৃত হয় এবং স্রাব হাজকারক।
৪) ইহা শিশু ও মহিলাদের জন্য অধিক উপযোগী।
৫) শিশুর মুখের ক্ষতে এত গরম যে মাতা স্তনের বোটায় গরম অনুভব করে।
৬) শিশুর মূত্রনালী ও মলদারের ক্ষতের জন্য মল-মূত্র ত্যাগের পূর্বে কেদেঁ ওঠে, স্তন ছেড়ে দিয়ে কেদেঁ ওঠে।
৭) প্রচুর শ্বেত প্রদর স্রাব, রানের উপর দিয়া গড়াইয়া নামে, স্রাব অত্যন্ত গরম, মনে হয় গরম পানি বাহির হইতেছে। দেখতে ডিমের সাদা অংশের
   মত।
৮) গাত্রচর্ম অপরিষ্কার, গায়ে একটু কিছু লাগলেই ঘা হয়, নাকে পুজঁ পড়ে।
৯) নিম্নগতিতে ভয়, সিড়িদিয়া নীচে নামার সময় শিশু ভয় পায়, দোলনাতে দোলদিলে ভয় পায়, ঘুমন্ত শিমুকে শোয়াইতে গেলে চমকিয়া ওঠে।
১০) স্ত্রীলোকদের ঋতুর পূর্বে পাকস্থলী হতে কোমর পর্যন্ত বেদনা।
১১) ঘন ঘন হলদে চটচটে তরল মল।
১২) উৎকণ্ঠা এবং সামান্যতেই উত্তেজনা।
১৩) যানবাহনে চড়লে বমি হয়।
১৪) গ্রীষ্মকাল সুখপ্রদ নয়। এটি একটি গরম কাতর ঔষধ।
১৫) যুবতীদের নাক চকচকে লাল হয়ে যায় এবং সদ্যজাত শিশুর মুখমন্ডল, নাকের ডগা, ঠোঁট, হাতেও পায়ের আঙ্গুলের ডগা নীলচে রঙের।
১৬) রাত্রি ১১ পর্যন্ত উৎকন্ঠা বৃদ্বি। অলসতা, রোগী বিরক্ত ও অসন্তুষ্ট থাকে। অসাধারণ শব্দে হঠাৎ চমকিয়া উঠে। কোন কাজেই রোগী মনস্থির
    করতে পারে না। 

* প্রয়োগের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

1 comment:

  1. বোরাক্স লেকচার-১
    Video Link : https://youtu.be/sk2rLKRp0-8

    ReplyDelete