খাওয়ার সুন্নত ও দোয়া শিক্ষা - EDesk Job eTutorials খাওয়ার সুন্নত ও দোয়া শিক্ষা - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-03-16

খাওয়ার সুন্নত ও দোয়া শিক্ষা

খাওয়ার পূর্বে অযু করা ও বিসমিল্লাহ বলা সুন্নত।

খাওয়ার শুরুতে বিসমিল্লাহ স্বরন না থাকলে মধ্যে স্মরণ হলে দোয়া

“বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ।”

অর্থঃ উহার প্রথমে ও শেষে আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। (সূত্র- আবু দাউদ, মেশকাত, শামাইলে তিরমিযী)

নিজের নিকট দিয়ে খাওয়া সুন্নত। ডান হাতে খাওয়া ও পান করা সুন্নত।

খাওয়ার সময় দোয়া

“ আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া আতইমনা খাইরাম মিনহু।”

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদের জন্য উহাতে বরকত প্রদান করুন এবং আমাদিগকে উহা হইতে উত্তম খাদ্য খাত্তয়ান। (সূত্র- আবু দাউদ, মেশকাত, তিরমিযী)

 দুধ পান করিবার সময় দোয়া

 “আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া জিদনা মিনহু।”

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদের জন্য উহাতে বরকত প্রদান করুন এবং আমাদিগকে উহা বৃদ্ধি করে দেন। (সূত্রঃ মেশকাত)

 খাওয়ার পর দোয়া

 “আলহামদুলিল্লা হিল্লাযি আত্আমানা ওয়া ছাক্বনা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন।”

অর্থঃ সেই আল্লহ তা’য়ালা জন্য সকল প্রশংসা যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন ও পান করাইয়াছেন এবং আমাদিগকে মুসলমানদের অন্তর্ভুক্ত করিয়াছেন। (সূত্র- আবু দাউদ, মেশকাত, তিরমিযী, ইবনে মাজা)

কাহারও বাড়িতে খাইতে গেলে দোয়া

 “আল্লাহুম্মা বারিক লাহুম-ফিমা-রাজাকতাহুম ওয়াগফিরলাহুম ওয়ার হামহুম।”

 অর্থঃ হে আল্লাহ! তাদেরকে যা দান করেছেন, তাতে বরকত প্রদান করুন এবং তাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে রহমত করুন।(সূত্র- মুসলিম, মেশকাত শরীফ)

 ফল খাওয়ার সময় দোয়া

 “আল্লাহুম্মা বারিক লানা ফি ছামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি ছোয়াইনা ওয়া মুদ্দিনা।”

অর্থঃ হে আল্লাহ! আমাদের জন্য ফলের মধ্যে বরকত প্রদান করুন। আমাদের শহরে বরকত প্রদান করুন আমাদের ‘ছা’ ও ‘মুদের’ মধ্যে বরকত প্রধান করুন।(সূত্র- মেশকাত শরীফ) 

sunnati Dastarkhan
সুন্নতী দস্তরখানা, প্লেট ও বাটি

দস্তরখানা উঠানোর সময় দোয়া

 “আলহামদুলিল্লাহ হামদান কাছিরান তাইয়িবান মুবারাকান গাইরা মাকফিয়্যি ওয়ালা মুয়াদ্দাইন ওয়ালা মুসতাগনান আনহ।”

অর্থঃ আল্লাহ তা’লার জন্য বেশী বেশী পবিত্র বরকতময় প্রশংসা, যা যথেষ্ট নয়, পরিত্যক্ত নয়, যা হতে অমুখাপেক্ষি নয়। (সূত্র- বুখারী, মেশকাত শরীফ)

 

 

No comments:

Post a Comment