টু ওয়ে লাইট সুইচ - EDesk Job eTutorials টু ওয়ে লাইট সুইচ - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-03-16

টু ওয়ে লাইট সুইচ

টু ওয়ে লাইট সুইচ ব্যবহার করে বিদ্যুৎ খরচ কমানো যায়।

অনেক সময় নিচ তলা থেকে উপর তলার লাইট অথবা উপর তলা থেকে নিচ তলার লাইট অন-অফ করার প্রয়োজন হয়। তখন টু ওয়ে লাইট সুইচ ব্যবহার করে লাইট অন-অফ করা যায়। 

টু ওয়ে লাইট সুইচ সংযোগ করা খুব কঠিন কিছু নয়। যারা সাধারন সুইচ সংযোগ করতে পারে তারা সহজেই একাজটি করতে পারবে।

পার্টস লিস্টঃ

.         টু ওয়ে সুইচ – ২ টি (SPDT Switch - Single Pole Double throw)

.         বাল্ব

.         কানেকটিং ওয়্যার

 

সংযোগ পদ্ধতিঃ

 SPDT Switch এ তিনটি পয়েন্ট বা সংযোগস্থল থাকে। সুইচের মাঝের পয়েন্ট লোডের সাথে সংযোগ করুন।একটি সুইচের মাঝের কানেকশনটি ফেইজ এবং অপর সুইচের মাঝের কানেকশনটি বাতি হয়ে নিউট্রালে সংযোগ হব। এবার একটি সুইচের উপরের পয়েন্টের সাথে অপর সুইচের উপরের পয়েন্ট এবং একটি সুইচের নিচের পয়েন্টের সাথে অপর সুইচের নিচের পয়েন্ট সংযোগ করতে হবে।সংযোগ গুলো ভালো করে দিবেন। কাজটি করার সময় মেইন লাইন অফ করে নিবেন। নিচের চিত্র বা ডায়াগ্রামটির সাথে সংযোগ মিলিয়ে নিবেন।

 

2 way switch diagram

টু ওয়ে লাইট সুইচ


সবকিছু ঠিক থাকলে মেইন লাইন অন করবেন। অভিজ্ঞতা না থাকলে কাজটি করবেন না।

No comments:

Post a Comment