১২ ভোল্টের পোলারিটি টেস্টার - EDesk Job eTutorials ১২ ভোল্টের পোলারিটি টেস্টার - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-03-17

১২ ভোল্টের পোলারিটি টেস্টার

পোলারিটি টেস্টার কি?

ইলেকট্রনিক্স নির্ভর প্রজেক্ট করতে পোলারিটি টেস্টার একটি প্রয়োজনীয় টেস্ট টুলস। এর সাহায্যে ০.১ থেকে ১২ ভোল্টের যে কোন এসি বা ডিসি সার্কিটের পোলারিটি টেস্ট করা যায়।

পার্টস লিস্টঃ

.         ১টি নীল এলইডি

.         ১টি লাল এলইডি

.         ১টি ১কে রেজিস্টর

.         ৪টি ১এন৪০০১ ডায়োড

.         প্রোবস

.         পিসিবি বোর্ড

.         কানেক্টিং ওয়্যার

 

কার্য পদ্ধতিঃ

এই সার্কিট খুব কম সময়ে তৈরী করা যায়। খরচও হয় অনেক কম। সহজলভ্য পার্টস দিয়েে এটি ডিজাইন করা হয়েছে। 

Polarity Tester Circuit
পোলারিটি টেস্টার সার্কিট

পিসিবি বোর্ডে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পার্টস গুলো বসাতে হবে। বসানোর পর ভালো ভাবে সোল্ডার করতে হবে। সার্কিট তৈরী করা শেষ হলে সর্বোচ্চ ১২ ভোল্টেজের পাওয়ার সাপ্লাই দিয়ে পোলারিটি দেখতে পারবেন। এসি হলে নীল ও লাল উভয় এলইডি জ্বলবে। ডিসির ক্ষেত্রে নীল অথবা লাল যে কোন একটি এলইডি জ্বলবে।

No comments:

Post a Comment