আর্টিকেল এর নিয়ম - EDesk Job eTutorials আর্টিকেল এর নিয়ম - EDesk Job eTutorials

সর্বশেষ

2017-07-12

আর্টিকেল এর নিয়ম

ইংরেজীতে কোন কিছুকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে বোঝাবার জন্য যে Word ব্যবহার করা হয় তাকে articles বলে।

 যেমন- এই Article দুই প্রকার। Indefinite and Definite.

Indefinite articles: A, An এর দ্বারা কোন নির্দিষ্ট বস্তকে বোঝায় না তাই এরা Indefinite Articles.

Definite articles: যে word দ্বারা কোন নির্দিষ্টবস্তুকে বোঝায় তাকে Definite Articles বলে।


A Boy একটি বালক। An apple একটি আপেল। এখানে একটি বালক বা একটি আপেল বলতে যে কোন একটিকে বোঝানো হয়েছে। কোন নির্দিষ্ট বস্তুকে নয়।
আমরা যদি বলি The Quran is holy book কোরান একটি পবিত্র গ্রন্থ বা The apple is sweet আপেলটি মিষ্টি।
তাহলে এই The শব্দটি একটি নির্দিষ্ট জিনিষকে বোঝাতে সাহায্য করেছে। তাই The হল Definite Articles.

A এবং An এর ব্যবহার- A এবং An উভয়েরই অর্থ এক, একটি বা একজন।
এখানে কোন Noun এর আগে A অথবা An বসবে। সেই নিয়মগুলো আমাদের ভালোমতো জানতে হবে।
নিয়মগুলো হলো-
Singular Noun এর প্রথম word টি যদি singular Noun হয় এবং word এর প্রথম Letter টি যদি consonant হয় তবে তার আগে A বসে।
A wall (একটি দেওয়াল), A book (একটি বই)

Singular noun এর প্রথম অক্ষর যদি vowel অর্থাৎ a,e,i,o,u হয় তবে তার আগে An ব্যবহৃত হবে।
যেমন An umbrella, An engine (একটি ইঞ্জিন)

কোন Word এর প্রথমে যদি H থাকে আর তার উচ্চারণ যদি না হয় তবে ঐ word এর আগে A এর পরিবর্তে An ব্যবহার করা হয়।
যেমন An hour(এন আওয়ার) এক ঘন্টা, An honest man(এন অনেষ্ট ম্যান) একজন সৎ মানুষ।

আবার এমন কয়েকটি word আছে যার প্রথম অক্ষর vowel হলেও তার আগে A বসে, আর তা তখনই হবে যখন কোন word এর প্রথমে U থাকে অথবা অন্য কোন vowel থাকলেও তার উচ্চারন ইউ এর মতো হয়।
যেমন A European (এ ইউরোপিয়ান) একজন ইউরোপের অধিবাসী,
A University (এ ইউনিভার্সিটি) একটি বিশ্ববিদ্যালয়

তবে U যদি শব্দের প্রথমে বসে এবং তার উচ্চারণ যদি আ এর মতো হয় তাহলে তার আগে An বসবে।
An Umbrella (এন আমব্রেলা) একটি ছাতা



No comments:

Post a Comment