লেখাটা মোবাইল কেনার আগে একবার হলেও ভালো করে পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপানার কোন মোবাইল কিনলে ভালো হবে, কত দামের মোবাইল কিনলে ভালো হবে একই সাথে জানতে পারবেন মোবাইলের অন্যান্য খুটিনাটি বিষয়। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে দামী মোবাইল মানেই এটা দিয়ে গেম খেলা সহ সব কিছু ভালো করে করা যাবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। দামী ফোন মানেই সেরা ফোন এমন ধারণা ১৫ বছর আগের মোবাইলের জন্য ঠিক ছিল। এখন বাজারে এমন একটাও মোবাইল পাওয়া যাবেনা যাতে ভালো গেমও খেলা যাবে আবার ক্যামেরাও ভালো থাকবে। সাধারনত PRR – Processor, RAM, ROM এই তিনটির কারনেই মোবাইল হ্যাং করে ও ভালো পারফরমেন্স দেয় না।
মোবাইল কেনার আগে একটি চেকলিস্ট বানাবেন। ক্যামেরা, প্রসেসর, র্যাম, রম, ফোরজি, ফাইভজি, ব্যাটারি, প্রাইস ইত্যাদি নিয়ে লিস্টটি তৈরি করবেন। প্রসেসর অনেক ধরনের আছে। যেমনঃ Mediatek Helio, Qalcom Snapdragon, Apple Bionic etc.
বাজেট ফোন বা কম দামের
মোবাইল কিনলে Qalcom Snapdragon প্রসেসরের মোবাইলটি নিতে পারেন। কারণ কমদামের
প্রসেসর গুলোর মধ্যে Qalcom Snapdragon পারফর্মেন্স অনেক ভালো থাকে।
রম বা স্টোরেজের ব্যাপারে অনেকরেই ধারণা নেই। বর্তমানে UFS3 হচ্ছে সবচেয়ে কমন স্টোরেজ। পুরাতন স্টোরেজ যেমনঃ UFS2 বা eMMC স্টোরেজ কিনেন তাহলে ভালো স্পিড পাবেন না। eMMC 4.5 এর তুলনায় UFC 3.0 এর রিড স্পিড 1120 Mbs এবং রাইট স্পিড 790 Mbs বেশী।
স্টোরেজ
Type |
Read Speed |
Write Speed |
UFC 3.1 |
2100 Mbs |
1200 Mbs |
UFC 3.0 |
1260 Mbs |
840 Mbs |
UFC 2.1 |
860 Mbs |
255 Mbs |
UFC |
440 Mbs |
190 Mbs |
eMMC 5.1 |
350 Mbs |
150 Mbs |
eMMC 4.5 |
140 Mbs |
50 Mbs |
র্যাম বেশী হলেই যে ভালো ভাবে কাজ করবে এই ধারনা মোটেই ঠিক না। র্যাম ভালো না হলে ভালো স্পিড পাওয়া যাবে না, অনেকে এপস এক সাথে কাজ করবে না। পাবাজি বা ফ্রী-ফায়ারের মত বেশী গ্রাফিক্সের গেমস খেলতে অবশ্যই ভালো প্রসেসর ও স্টোরেজের সাথে ভালো মানের র্যাম থাকতে হবে। ক্যামেরার ছবি দ্রুত প্রসেসিং করতে এই তিনটি জিনিস ভালো মানের নিতে হবে। এখন চলতেছে LB-DDR5 টাইপের র্যাম। LP-DDR3 টাইপের আট গিগাবাইট(8GB) RAM এর মোবাইলে যে স্পিড পাবেন LP-DDR5 টাইপের দুই গিগাবাইট(2GB) RAM এর মোবাইলে 4272 Mbps স্পিড বেশী পাবেন। কারন LP-DDR3 টাইপের আট গিগাবাইট(8GB) র্যাম যার স্পিড হলো 8GB x 1066 Mbps = 8528 Mbps আবার LP-DDR5 টাইপের দুই গিগাবাইট(2GB) র্যাম যার স্পিড হলো 2GB x 6400 Mbps = 12800 Mbps
র্যাম
Type |
Speed |
LP DDR5 |
6400 Mbps |
LP DDR4x |
4266 Mbps |
LP DDR4 |
3200 Mbps |
LP DDR3 |
1066 Mbps |
এখন পর্যন্ত এ্যাপল ৩ জিবি
র্যাম দিয়ে মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে।
ক্যামেরা
মেগাপিক্সেল বেশী হলে আর তিন চারটা ক্যামেরা থাকলেই যে ছবি ভালো তোলা যাবে এমনটা মনে করা ঠিক না। সেন্সর বড় ও মানের না হলে অনেক ক্যামেরা বা বেশী মেগাপিক্সেল কোনটাই কাজে আসরেব না। সেন্সর ভালো না হলে ছবি ভালো হবে না।
ছবি তোলা যদি অগ্রাধিকার হয়
তাহলে এই বিষয় টি চেকলিস্টে রাখতে ভুলবেন না। ভালো মানের সেন্সর যেমনঃ Sony
Carl-Zeiss, Panasonic Leica ইত্যাদি মোবাইলে ব্যবহার না করলে কোথাও সেন্সরের
সম্পর্কে কোন তথ্য দিতে চায় না।
ব্যাটারি
ব্যাটারি অবশ্যই দেখে নিবেন।
4500 mAh এর উপরের ব্যাটারি নিতে চেষ্টা করবেন যাতে একদিন অন্তত ব্যাটারির চার্জ থাকে।
চার্জার
চার্জার যাতে Fast Charger
এবং 10W বা তার বেশী থাকে এটা দেখে নিবেন।
ডিসপ্লে
৬ ইঞ্চি সাইজের ডিসপ্লে এক
হাতে ভালো ভাবে ব্যবহার কর যায়। আপনার হাতে যে সাইজ কমফোর্টেবল মনে হবে ঐ সাইজের
মোবাইল কিনতে পারেন। রাতে বেশী ভিডিও দেখলে Amloed Display নিতে পারেন। গেম খেলার
জন্য HDR Display নিলে ভালো পারফর্মেন্স পাবেন।
অপারেটিং সিস্টেম
OS বা অপারেটিং সিস্টেম অনেক
গুলো আছে। অবশ্য যে অপারেটিং সিস্টেম রেগুলার সিকোরেটি আপডেট হয় ঐ অপারেটিং
সিস্টেম বা OS নেয়াটাই উত্তম।
মোবাইল বডি
মেটাল বডির মোবাইল না কেনাই ভালো। কারন ব্যাটারির অ্যাম্পিয়ার বেশী থাকলে দ্রুত গরম হয়। হাত থেকে যদি মোবাইল অনেক বার পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বেক সাইডে গ্লাস না থাকাটাই ভালো হবে।
কেমন দামে মোবাইল কিনবেন?
এখন কিছু দিন পর পর মোবাইল আপডেট হয়। তাই বাজেটের মধ্যেই মোবাইল নিবেন। যে ব্র্যান্ডের মোবাইল নিবেন ঐ ব্র্যান্ডের সার্ভিস সেন্টার কোথায় আছে এবং কেমন সার্ভিস দেয় সে সম্পর্কে তথ্য নিবেন।
মোবাইলে আলাদা মেমরী ব্যবহার না করাই ভালো। এতে মোবাইলের পারফরমেন্স প্রায় অর্ধেক হয়ে যায়।
কোন ব্র্যান্ডের মোবাইল কিবেন?
Apple
অ্যাপলের আইফোন কিনতে পারেন। সেকেন্ড হ্যান্ড নিলে অবশ্যই ব্যাটারি লাইফ কতটা বাকী আছে তা দেখে নিবেন।
Xiaomi
Redmi Note 11 Series এর
মোবাইল কিনতে পারেন। Redmi 10c এর স্টোরেজ ভালো। প্রসেসর Snapdragon ব্যাবহার করা
হয়েছ। Xiaomi 11 Lite Ne 5G মোবাইল কিনতে পারেন যদিও এর চার্জ মোটামোটি থাকে।
Nothing
Nothing Phone 1 কিনতে
পারেন। এটা অনেকটা আইফোনের ডিজাইন করেছে। Nothing Phone 1 মডেলটির মোবাইলে Nothing
OS ব্যাবহার করা হয়েছে। “Nothing OS” Nothing এর নিজস্ব অপারেটিং সিস্টেম।
Vivo
Vivo এর V21e এই মডেলের
মোবাইলটি কিনতে পারেন। কারণ এর ক্যামেরা 44MP Eye Autofocus এবং 64MB Night Camera
ব্যাবহার করেছে। Vivo NO6 মডেলের সেট নিতে পারেন।
Oppo
Oppo Brand এর F21 PRO মডেলের সেট নিতে পারেন।
Realme
Realme c35 মডেলের মোবাইলটি
নিতে পারেন। তাছাড়া realme 8 মডেলের মোবাইল সেটও ভালো পারফরমেন্স দেয়। এটিও কিনতে
পারেন।
Samsung
Samsung এর 20,000 টাকা উপরের মোবাইল গুলো কিনাই বেশী ভলো হবে। যেমনঃ Samsing
Galaxy A53, Galaxy A52s 5G, Galaxy S21 FE, S20FE, S22 Ultra ইত্যাদি। Galaxy
A53 মডেলের মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। Galaxy A52s 5G দিয়ে মডেলের মোবাইল
দিয়ে ভালো ছবি ও গেমস এ দুটি কাজই করতে পারবেন।
Inifnix
Inifinix এর Infinix HOT12 মডেলের মোবাইল সেট নিতে পারেন।
Symphony
Symphony Z45 কিনতে পারেন।
কম দামের মধ্যে এর চেয়ে ভালো কোয়ালিটির মোবাইল সেট সাধারনত পাওয়া যায় না।
সময়ের সাথে সাথে মোবাইলের দাম ও কোয়ালিটি অনেক পরিবর্তন হবে, হওয়াটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং নিজের টাকায় মোবাইল কিনবেন দেখে ও যাচাই করে নিবেন।
Good
ReplyDelete