মনোহরদী উপজেলার দর্শনীয় স্থানসমূহ
মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের অবস্থিত।
![]() |
মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার |
রামপুরের বানর
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রাম। মানুষের পাশাপাশি এই গ্রামে প্রাচীনকাল থেকেই বানরের বসবাস৷ মনোহরদী বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রামপুর গ্রাম। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে পর্যটকগণ বানর দেখোর জন্য এসে থাকেন।
![]() |
রামপুর গ্রাম |
পার্ক বৈশাখী বেলা
“পার্ক বৈশাখী বেলা” ঘুরে আসার মতো স্থান। এটি মনোহরদী উপজেলার বগাদী গ্রামে অবস্থিত।
![]() |
পার্ক বৈশাখী বেলা |
মনোহরদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
![]() |
মডেল মসজিদ |
সাগরদী বাবুর বাড়ি,তিন জেলার মোহনা এসব অন্তর্ভুক্ত করেন।
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteকাচিকাটা, খাড়াব, খানবাড়ী দর্শনার্থীদের মিলন মেলা, প্রায় সারা বছর ই বিভিন্ন এলাকার মানুষ এখানকার সৌন্দর্য দেখতে আসে। ঈদ এর সময় বেশি মানুষ আসে।
ReplyDeleteমডেল মসজিদটি কোন এলাকায় অবস্থিত??
ReplyDelete