Best places to visit - EDesk Job eTutorials Best places to visit - EDesk Job eTutorials

সর্বশেষ

Best places to visit

 মনোহরদী উপজেলার দর্শনীয় স্থানসমূহ


মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের অবস্থিত।

মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

রামপুরের বানর

মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রাম। মানুষের পাশাপাশি এই গ্রামে প্রাচীনকাল থেকেই বানরের বসবাস৷ মনোহরদী বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রামপুর গ্রাম। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে পর্যটকগণ বানর দেখোর জন্য এসে থাকেন।

rampurer banor
রামপুর গ্রাম



পার্ক বৈশাখী বেলা

“পার্ক বৈশাখী বেলা” ঘুরে আসার মতো স্থান। এটি মনোহরদী উপজেলার বগাদী গ্রামে অবস্থিত।




boishakibelapark
পার্ক বৈশাখী বেলা

মনোহরদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র


Monohardimodelmosjid
মডেল মসজিদ





4 comments:

  1. সাগরদী বাবুর বাড়ি,তিন জেলার মোহনা এসব অন্তর্ভুক্ত করেন।

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete
  3. কাচিকাটা, খাড়াব, খানবাড়ী দর্শনার্থীদের মিলন মেলা, প্রায় সারা বছর ই বিভিন্ন এলাকার মানুষ এখানকার সৌন্দর্য দেখতে আসে। ঈদ এর সময় বেশি মানুষ আসে।

    ReplyDelete
  4. মডেল মসজিদটি কোন এলাকায় অবস্থিত??

    ReplyDelete