মোবাইল ক্যামেরায় রিমোট পরীক্ষা - EDesk Job eTutorials মোবাইল ক্যামেরায় রিমোট পরীক্ষা - EDesk Job eTutorials

সর্বশেষ

2019-03-06

মোবাইল ক্যামেরায় রিমোট পরীক্ষা

টিভি রিমোট


মোবাইল ক্যামেরায় রিমোট পরীক্ষাআমাদের অন্যতম একটি বিনোদন মাধ্যম হচ্ছে টেলিভিশন।বর্তমানে সময়ে এটিকে বিনোদন জগতের আত্মা বলা যায়। টেলিভিশনকে দূরবর্তী স্থান থেকে যার মাধ্যমে নিয়ন্ত্রন করা হয় সেই ডিভাইসটি হচ্ছে টিভি রিমোট। মোবাইল ছাড়া অনেকেই যেমন এক মুহূর্ত থাকতে পারেন না তেমনই টিভি রিমোটও অনেকের কাছে নিত্য প্রয়োজনীয় ডিভাইস।



কিভাবে পরীক্ষা করবেন?


মাত্র কয়েক ধাপে খুব সহজে পরীক্ষা করতে পারেন আপনার নিত্য প্রয়োজনীয় ডিভাইস। 


  • প্রথমে আপনার মোবাইল ক্যমেরা অন করুন।
  •  রিমোটের যেখানে এলইডি (বাতি) আছে ঐ অংশটি ক্যামেরার সামনে ধরুন।
  • রিমোটের বাটন প্রেস করুন ।
  •  এলইডি তে (বাতি) আলো দেখতে পাবেন ।
  • যদি আলো দেখতে না পান তাহলে রিমোটে সমস্যা আছে। 


রিমোটের ব্যাটারি পরিবর্তন করে পুনরায় পরীক্ষা করতে পারেন।
---

No comments:

Post a Comment