রসুন
রসুন আমাদের রান্নাঘরের পরিচিত উপাদান হলেও, এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি শক্তি। প্রাচীনকাল থেকেই রসুনকে বলা হয় প্রকৃতির অ্যান্টিবায়োটিক, কারণ এটি শরীরের ভেতরের সংক্রমণ, গ্যাস ও রক্তের বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে।
হোমিওপ্যাথিতে এই রসুন থেকেই তৈরি হয় এক কার্যকর ওষুধ, যা শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ করে তোলে এবং হজমশক্তি, রক্তচাপ ও রোগপ্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়।
হোমিওপ্যাথিতে রসুনের ব্যবহার
হোমিওপ্যাথিক চিকিৎসায় রসুনজাত এই ওষুধ ব্যবহার করা হয় —
- হজমের সমস্যা, গ্যাস ও লিভারের দুর্বলতায়
- রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে
- হালকা বুকে ব্যথা, মাথা ঘোরা বা রক্তচাপের ভারসাম্য আনতে
- দেহের ক্লান্তি ও দুর্বলতা দূর করতে
- ত্বক পরিষ্কার রাখতে ও রক্ত পরিশোধনে
আধুনিক গবেষণায় দেখা গেছে, রসুনে থাকা অ্যালিসিন (Allicin) ও সালফার যৌগ শরীরের ভেতরে অ্যান্টি–ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবে কাজ করে।

No comments:
Post a Comment