প্রকৃতির অ্যান্টিবায়োটিক, হোমিওপ্যাথির কার্যকর ওষুধ - EDesk Job eTutorials প্রকৃতির অ্যান্টিবায়োটিক, হোমিওপ্যাথির কার্যকর ওষুধ - EDesk Job eTutorials

সর্বশেষ

2025-11-11

প্রকৃতির অ্যান্টিবায়োটিক, হোমিওপ্যাথির কার্যকর ওষুধ

রসুন

 

রসুন আমাদের রান্নাঘরের পরিচিত উপাদান হলেও, এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি শক্তি। প্রাচীনকাল থেকেই রসুনকে বলা হয় প্রকৃতির অ্যান্টিবায়োটিক, কারণ এটি শরীরের ভেতরের সংক্রমণ, গ্যাস ও রক্তের বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে।


Garlic


হোমিওপ্যাথিতে এই রসুন থেকেই তৈরি হয় এক কার্যকর ওষুধ, যা শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ করে তোলে এবং হজমশক্তি, রক্তচাপ ও রোগপ্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়।

হোমিওপ্যাথিতে রসুনের ব্যবহার


হোমিওপ্যাথিক চিকিৎসায় রসুনজাত এই ওষুধ ব্যবহার করা হয় —

  • হজমের সমস্যা, গ্যাস ও লিভারের দুর্বলতায়

  • রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে

  • হালকা বুকে ব্যথা, মাথা ঘোরা বা রক্তচাপের ভারসাম্য আনতে

  • দেহের ক্লান্তি ও দুর্বলতা দূর করতে

  • ত্বক পরিষ্কার রাখতে ও রক্ত পরিশোধনে



আধুনিক গবেষণায় দেখা গেছে, রসুনে থাকা অ্যালিসিন (Allicin) ও সালফার যৌগ শরীরের ভেতরে অ্যান্টি–ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবে কাজ করে।


No comments:

Post a Comment