চলুন জেনে নেই সেট টপ বক্স সম্পর্কে অজানা কিছু তথ্য - EDesk Job eTutorials চলুন জেনে নেই সেট টপ বক্স সম্পর্কে অজানা কিছু তথ্য - EDesk Job eTutorials

সর্বশেষ

2021-11-05

চলুন জেনে নেই সেট টপ বক্স সম্পর্কে অজানা কিছু তথ্য

Set Top Box  কি?

সেট টপ বক্স কে সংক্ষেপে এসটিবি(STB) বলা হয়। এটি এমন একটি ডিভাইস যা কোনও ডিজিটাল সিগন্যাল ডিকোড করে টেলিভিশন প্রদর্শন করে। এবং এর চ্যানেল অ্যাক্সেস সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত থাকে। ১৯৮০ সালের দিকে সেট টপ বক্স ব্যবহার শুরু হয়।ডিশ ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করার জন্য সেট টপ বক্স ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে এখন ডিশের সেট টপ বক্স বাধ্যতামুলক করা হয়েছে এবং অনেক দেশে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ চলছে। সেট টপ বক্স নিয়ে মানুষের মাঝে কৌতুহল দেখা দিলেও সেট টপ বক্স কি তা অনেকেই জানেন না। ডিশের সেট টপ বক্স সার্ভিসে উন্নয়নশীল দেশগুলোতে কিছু পার্থক্য দেখা যায়  


EDesk Set Top Box

সেট টপ বক্স ব্যবহারের সুবিধা কি?

"Set Top Box" (STB) এর মাধ্যমে ঝকঝকে ছবি দেখা যায়। এতে চ্যানেলের অনুষ্ঠান রেকর্ড করে রাখা যায়। রেকর্ড করে রাখার জন্য মেমোরি কার্ড, পেনড্রাইব ও পোর্টেবল হার্ডডিস্ক এর যে কোন একটি থাকলেই হয়। এক সাথে একাধিক টিভি চ্যানেলও দেখা যায়। 

1 comment: